সশস্ত্র উপজাতি সন্ত্রাসীদের বাধার প্রতিবাদে হাজারো মানুষের মানববন্ধন: উন্নয়নকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিহত করার অঙ্গীকার।

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

২৯ মে ২০২৫: সশস্ত্র সন্ত্রাসীদের হুমকি ও বাধার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটির লংগদু উপজেলা সদর। বৃহস্পতিবার দুপুরে হাজারো মানুষ সমবেত হয়ে একযোগে মানববন্ধন করে প্রতিবাদ জানান ইউপিডিএফ মূল আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে, যারা নানিয়ারচর থেকে লংগদু হয়ে বাঘাইছড়ি-সাজেক পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের নির্মাণ কাজে বাধা প্রদান করছে।

মানববন্ধনে অংশ নেয় স্থানীয় তিন উপজেলার (নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি) কয়েক হাজার সাধারণ মানুষ। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, সমাজকর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁরা এক কণ্ঠে বলেন—পাহাড়ের উন্নয়নকে বারবার থামিয়ে দেওয়া হবে না, এবার প্রতিরোধ হবে সম্মিলিত।

৫৪ বছরের স্বপ্ন—একটি সড়ক

বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনটি উপজেলার মানুষ জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের স্বপ্ন দেখে আসছেন। অবশেষে যখন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২৪ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে, তখনই পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত ইউপিডিএফ মূল এই কাজ বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

গত ২৬ মে নানিয়ারচরে ইউপিডিএফ কর্তৃক সংঘটিত আরেকটি মানববন্ধনে সড়ক নির্মাণের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেওয়া হয়। এই প্রতিক্রিয়ার জবাব হিসেবেই বৃহস্পতিবারের মানববন্ধনে সাধারণ মানুষ রাস্তাটির পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নেন।

উন্নয়ন বাধাগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে লাখো মানুষ

বক্তারা আরও বলেন, নানিয়ারচর থেকে লংগদু হয়ে সাজেক পর্যন্ত এই সড়কটি নির্মিত হলে তিনটি উপজেলার কয়েক লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। কিন্তু কিছু অসাধু গোষ্ঠী—যারা আধিপত্য ও চাঁদাবাজির মাধ্যমে টিকে আছে—তারা এই উন্নয়ন ঠেকাতে মরিয়া।

সন্ত্রাসীদের প্রতিরোধে সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, যাতে সেনাবাহিনীর মাধ্যমে দ্রুততম সময়ে সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করা যায়। কারণ, পাহাড়ি সন্ত্রাসীদের হুমকির মুখে সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, তেমনি উন্নয়ন কার্যক্রমও বারবার ব্যাহত হচ্ছে। তারা বলেন, এটি শুধু একটি রাস্তা নয়, এটি হচ্ছে তিনটি উপজেলার মানুষের আশা ও ভবিষ্যৎ।

ইউপিডিএফ মূল-এর ভয়ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

স্থানীয় সূত্র মতে, ইউপিডিএফ মূল বর্তমানে সরাসরি সড়ক নির্মাণের বিরুদ্ধে কাজ করছে এবং সাধারণ উপজাতীয় জনগণকে ভয় দেখিয়ে বা ভুল তথ্য দিয়ে নিজেদের মানববন্ধনে অংশ নিতে বাধ্য করছে। এর ফলে প্রকৃত উন্নয়নকামী উপজাতীয়রাও প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে।

এই মানববন্ধন স্পষ্ট করে দিয়েছে, পাহাড়ের মানুষ আর পিছিয়ে পড়তে চায় না। তারা উন্নয়ন চায়, শান্তি চায় এবং নিরাপদ জীবন চায়। আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন শক্ত অবস্থান, রাষ্ট্রীয় হস্তক্ষেপ এবং জনগণের ঐক্য। বৃহস্পতিবারের মানববন্ধন যেন হয়ে ওঠে এক টার্নিং পয়েন্ট—যেখানে জনতার আওয়াজ স্পষ্ট: “উন্নয়ন চাই, সন্ত্রাস নয়”।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

পাহাড়কে বিছিন্ন করার ষড়যন্ত্র করায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

রাঙ্গামাটি প্রতিনিধিঃ   সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক জাতীয় ঐকমত্য কমিশনের কাছে "তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব" দাবির...

কাপ্তাই সেনা জোন কর্তৃক দুস্থ ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ডেস্ক রিপোর্টঃ   কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে...

পাকিস্তানের সেনা ক্যাম্পে আঘাত হেনেছে ভারতের ড্রোন

ভারতে পাকিস্তানের হামলার পর পালটা হামলায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করার দাবী করেছে নয়া দিল্লি। যদিও...

বিলাইছড়িতে সেনাবাহিনীর অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান

ডেস্ক রিপোর্টঃ রাঙামাটি জেলার দুর্গম উপজেলা বিলাইছড়িতে এক অসহায় ব্যক্তির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলো বাংলাদেশ সেনাবাহিনী। আজ, মঙ্গলবার (০৬...