বিলাইছড়িতে সেনাবাহিনীর অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

রাঙামাটি জেলার দুর্গম উপজেলা বিলাইছড়িতে এক অসহায় ব্যক্তির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলো বাংলাদেশ সেনাবাহিনী। আজ, মঙ্গলবার (০৬ মে) ২০২৫ খ্রি. বিলাইছড়ি সেনা জোনের উদ্যোগে ঐ ব্যক্তিকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

জোন সদরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় বিলাইছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আদনান বলেন, “পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে আমরা শুধু নিরাপত্তা নিশ্চিত করছি না, বরং সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেও পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অপারেশন উত্তরণ-এর আওতায় আমরা এই জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

 

সহায়তা প্রাপ্ত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এক জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম ছিলেন। এমন দুঃসময়ে সেনাবাহিনীর সহায়তা যেন তাঁর জীবনে নতুন প্রেরণা হয়ে এসেছে। তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সহযোগিতা না পেলে হয়তো আর চিকিৎসা করানো সম্ভব হতো না। সেনাবাহিনী আমাদের মতো গরিবের পাশে দাঁড়ায়, এটা আশার আলো।”

 

প্রসঙ্গত, বিলাইছড়ি জোন পূর্বেও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম যেমন—শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা শিবির, খাদ্য সামগ্রী সহায়তা ও দুর্গম এলাকায় অবকাঠামো উন্নয়নের মতো কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগ পার্বত্য জনপদের মানুষের মাঝে সেনাবাহিনীর প্রতি আস্থা ও শ্রদ্ধা সৃষ্টি করেছে।

 

এই মানবিক সহায়তা কেবল এক ব্যক্তির চিকিৎসার দ্বার খুলে দেয়নি, বরং পার্বত্য জনপদের রাষ্ট্রীয় সেবাপরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

পাকিস্তানের সেনা ক্যাম্পে আঘাত হেনেছে ভারতের ড্রোন

ভারতে পাকিস্তানের হামলার পর পালটা হামলায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করার দাবী করেছে নয়া দিল্লি। যদিও...

রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার...

৪৫০ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান – ভিডিও

শনিবার ৩ মে, কাশ্মীরের পেহেলগামে হামলার উত্তেজনার মধ্যেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি ৪৫০...

সন্ত্রাসীদের বেপরোয়া চাঁদাবাজি অবরোধে অর্থনৈতিক বিপর্যয় দিশেহারা ব্যবসায়ীরা-ধ্বংসের দ্বারপ্রান্তে সাজেকের পর্যটন শিল্প।

ডেস্ক রিপোর্টঃ   রাঙামাটি বাঘাইছড়ি সাজেক ভ্যালিতে পর্যটন শিল্প আবারও চরম সঙ্কটে পড়েছে। ইউপিডিএফ ও জেএসএস মূলদলের একের পর এক...