পূর্বে ধারণা ছিলো রেজভান মিসাইল নিয়ে ইরানী এক্সপার্টরা যা দাবী করে তার সত্যতা শতকরা দশ ভাগের বেশী হবার সম্ভাবনা নেই। কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরানের রেজভান মিসাইল আসলেই অত্যন্ত নিখুত ও উচ্চ গাতির। এটি প্রতি মিনিটে ১৬৫ কিলোমিটার দূরত্ব অতিক্রমে সক্ষম। টার্গেটে হিট করার মুহূর্তে ওয়ারহেড স্পীড আরও বেশী, প্রায় ২০০ কিলোমিটার প্রতি মিনিটে। এটি তার টার্গেটের ১২-১৫ মিটারের মধ্যে আঘাত করতে পারে।
কিন্তু সবচেয়ে বড় যে বিষয় তা হলো এটি নিজেই প্রতিপক্ষের এয়ার ডিফেন্স চিহ্নিত করে তাকে ফাঁকি দিতে পারে। কি হবে যদি ইরান অন্তত এক হাজার রেজভান মিসাইল বানিয়ে থাকে! বিশ হাজার বর্গ কিলোমিটারের ইহুদীবাদী দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করতে আর কোনও কিছুর প্রয়োজন হবেনা।