বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক নেওয়ার আহ্বান সৌদি রাষ্ট্রদূতের

- Advertisement -


সৌদি আরবের আসির প্রদেশের গভর্নর প্রিন্স তুর্কি বিন তালাল বিন আব্দুল আজিজের সঙ্গে গতকাল বুধবার বৈঠক করেছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আসির প্রদেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের কল্যাণমূলক বিষয় নিয়ে গভর্নরের সঙ্গে আলোচনা করেন।

রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী আসির প্রদেশের জমি ও আবহাওয়া কৃষি কাজের জন্য অত্যন্ত উপযোগী উল্লেখ করে সেখানে কৃষি কাজে বাংলাদেশি অভিজ্ঞ শ্রমিকদের নিয়োগের অনুরোধ জানান। রাষ্ট্রদূত বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা জনাকীর্ণ ও করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে থাকে বিধায় তাদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা প্রদানের জন্য গভর্নরকে অনুরোধ জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, ম্যানগ্রোভ বন সুন্দরবন, সিলেটের চা বাগানসহ বিভিন্ন আকর্ষণীয় স্থান সৌদি আরবের জনগণের জন্য আকর্ষণীয় পর্যটন গন্তব্য হতে পারে। একই সঙ্গে আসির প্রদেশের রাজধানী আভাও সৌদি আরবের অন্যতম পর্যটন গন্তব্য বলে বিবেচিত।

রাষ্ট্রদূত দুই দেশের পর্যটন খাত এগিয়ে নেওয়ার লক্ষ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের অনুরোধ জানান।

গভর্নর প্রিন্স তুর্কি বিন তালাল বিন আব্দুল আজিজ বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রমী ও অত্যন্ত সৎ উল্লেখ করে তাদের প্রশংসা করেন। গভর্নর বলেন, বাংলাদেশি অভিবাসীরা যথাযথভাবে সৌদি আরবের আইন-কানুন মেনে চলে। গভর্নর বাংলাদেশি অভিবাসীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে আশ্বাস দেন। এ ছাড়া শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতার আশ্বাস দেন গভর্নর।

দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর উল্লেখ করে গভর্নর প্রিন্স তুর্কি বিন তালাল বিন আব্দুল আজিজ বলেন, সৌদি আরব সবসময়ই ইসলামিক ভাতৃত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন করে থাকে। এ ছাড়া বাংলাদেশিসহ সব অভিবাসীর কল্যাণ নিশ্চিতকরণ এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার আশ্বাস দেন গভর্নর।

রাষ্ট্রদূত আসির প্রদেশে বাংলাদেশি অভিবাসীদের যেকোনো জরুরি সমস্যা নিরসনে গভর্নর অফিসে একজন ফোকাল পয়েন্ট নিয়োগ দেওয়ার অনুরোধ জানালে গভর্নর তাতে সম্মতি দেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ইয়েমেন থেকে হুতি মিলিশিয়া কর্তৃক আসির প্রদেশে বারবার আক্রমণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সৌদি আরবের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। আসির প্রদেশে প্রায় তিন লাখ বাংলাদেশি বসবাস করছে।

গভর্নর প্রিন্স তুর্কি বিন তালাল বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠককালে জেদ্দার দায়িত্বপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম আনিসুল হক ও রিয়াদ দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাতে আসির প্রদেশে বসবাসরত বিভিন্ন পেশার বাংলাদেশি অভিবাসীদের নিয়ে অনলাইনে মতবিনিময় করেন। করোনাভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে তিনি অভিবাসীদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

৪৫০ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান – ভিডিও

শনিবার ৩ মে, কাশ্মীরের পেহেলগামে হামলার উত্তেজনার মধ্যেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি ৪৫০...

সন্ত্রাসীদের বেপরোয়া চাঁদাবাজি অবরোধে অর্থনৈতিক বিপর্যয় দিশেহারা ব্যবসায়ীরা-ধ্বংসের দ্বারপ্রান্তে সাজেকের পর্যটন শিল্প।

ডেস্ক রিপোর্টঃ   রাঙামাটি বাঘাইছড়ি সাজেক ভ্যালিতে পর্যটন শিল্প আবারও চরম সঙ্কটে পড়েছে। ইউপিডিএফ ও জেএসএস মূলদলের একের পর এক...

রাঙামাটিতে বিজিবির দুঃসাহসিক অভিযান : বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার।

লংগদু প্রতিনিধিঃ   পার্বত্য জনপদ রাঙামাটির লংগদু উপজেলায় রুদ্ধশ্বাস অভিযানে রাজনগর জোনের (৩৭ বিজিবি) সাহসী সদস্যরা জারুলছড়া এলাকায় বিপুল পরিমাণ...

ইসকনের তৎপরতায় ক্ষুব্ধ পাহাড়ের বাসিন্দারা

খাগড়াছড়ি প্রতিনিধিঃ   খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রশাসনিক অনুমোদন ছাড়াই ইসকনের একটি পরিত্যক্ত প্রচার কেন্দ্র ও কীর্তন মন্দিরের পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া...