খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল অনুষ্ঠিত

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

 

আজ, বুধবার (২৫ ডিসেম্বর) রুমা সেনা জোন (৩৮ ই বেংগল) এর তত্ত্বাবধানে পরিচালিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রনিপাড়া আর্মি ক্যাম্প কর্তৃক রনিপাড়া ফুটবল মাঠে সম্প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি উভয় দলের খেলোয়াড় ও দর্শকদের মাঝে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে। এদিন খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় বিভিন্ন বয়সের দর্শকে পরিপূর্ণতা লাভ করে। খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ী দলকে ট্রফি বিতরণ করা হয়। উক্ত খেলায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় খেলোয়াড়, দর্শক ও অতিথিদের শুভেচ্ছো জানিয়ে ৩৮ ই বেংগল এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পিএসসি, বিজয়ী দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এছাড়াও উপ-অধিনায়ক বলেন, আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিরাপত্তা বাহিনীকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাসম্ভব সাহায্য ও সহযোগীতা করে আসছেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নই এই অঞ্চলের সকল স্তরের জনগণের মূলমন্ত্র। এ অঞ্চলে সকল জাতিগোষ্ঠী শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে বলে আমি আশাবাদী। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল স্তরের জনসাধারণ সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি- সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ হতে ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

৪৫০ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান – ভিডিও

শনিবার ৩ মে, কাশ্মীরের পেহেলগামে হামলার উত্তেজনার মধ্যেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি ৪৫০...

সন্ত্রাসীদের বেপরোয়া চাঁদাবাজি অবরোধে অর্থনৈতিক বিপর্যয় দিশেহারা ব্যবসায়ীরা-ধ্বংসের দ্বারপ্রান্তে সাজেকের পর্যটন শিল্প।

ডেস্ক রিপোর্টঃ   রাঙামাটি বাঘাইছড়ি সাজেক ভ্যালিতে পর্যটন শিল্প আবারও চরম সঙ্কটে পড়েছে। ইউপিডিএফ ও জেএসএস মূলদলের একের পর এক...

রাঙামাটিতে বিজিবির দুঃসাহসিক অভিযান : বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার।

লংগদু প্রতিনিধিঃ   পার্বত্য জনপদ রাঙামাটির লংগদু উপজেলায় রুদ্ধশ্বাস অভিযানে রাজনগর জোনের (৩৭ বিজিবি) সাহসী সদস্যরা জারুলছড়া এলাকায় বিপুল পরিমাণ...

ইসকনের তৎপরতায় ক্ষুব্ধ পাহাড়ের বাসিন্দারা

খাগড়াছড়ি প্রতিনিধিঃ   খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রশাসনিক অনুমোদন ছাড়াই ইসকনের একটি পরিত্যক্ত প্রচার কেন্দ্র ও কীর্তন মন্দিরের পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া...