খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল অনুষ্ঠিত

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

 

আজ, বুধবার (২৫ ডিসেম্বর) রুমা সেনা জোন (৩৮ ই বেংগল) এর তত্ত্বাবধানে পরিচালিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রনিপাড়া আর্মি ক্যাম্প কর্তৃক রনিপাড়া ফুটবল মাঠে সম্প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি উভয় দলের খেলোয়াড় ও দর্শকদের মাঝে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে। এদিন খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় বিভিন্ন বয়সের দর্শকে পরিপূর্ণতা লাভ করে। খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ী দলকে ট্রফি বিতরণ করা হয়। উক্ত খেলায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় খেলোয়াড়, দর্শক ও অতিথিদের শুভেচ্ছো জানিয়ে ৩৮ ই বেংগল এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পিএসসি, বিজয়ী দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এছাড়াও উপ-অধিনায়ক বলেন, আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিরাপত্তা বাহিনীকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাসম্ভব সাহায্য ও সহযোগীতা করে আসছেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নই এই অঞ্চলের সকল স্তরের জনগণের মূলমন্ত্র। এ অঞ্চলে সকল জাতিগোষ্ঠী শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে বলে আমি আশাবাদী। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল স্তরের জনসাধারণ সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি- সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ হতে ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানে সেনা জোনের উদ্যোগে সাংগ্রাইংপুয়ে উপলক্ষে আর্থিক অনুদান প্রদান

বান্দরবান প্রতিনিধিঃ   বান্দরবান সেনা জোনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাইংপুয়ে উপলক্ষে গরীব ও দুস্থ...

সেনাবাহিনী কর্তৃক বৈসাবি উপলক্ষ্যে উপজাতীয়দের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান

বান্দরবান প্রতিনিধিঃ অদ্য ১২ এপ্রিল ২০২৫ তারিখ বাংলা নববর্ষ ও স্টার সান্ডে সামনে রেখে প্রধান উৎসব 'বৈসাবি' উদযাপন উপলক্ষে...

দখলদারদের পণ্য বর্জন করে দেশি পণ্য ব্যবহার করুন

বিশ্বাস করুন বা নাই করুন আমাদের প্রত্যকের ঘরেই রয়েছে দখলদারদের পণ্য। কোকাকোলা, স্প্রাইট, সেভেন আপ, পেপসি বা মাউন্টেন...

ইমাম মুয়াজ্জিনদের পাশে জেলা পরিষদের সদস্য হাবীব আজম

ডেস্ক রিপোর্টঃ   ইমাম মুয়াজ্জিন এবং মসজিদের খাদেমদের ঈদ সালামি দিয়ে অতীতের চেয়ে ব্যতিক্রম ভাবে তাদের পাশে দাড়িয়েছে রাঙামাটি জেলা...