সেনাবাহিনীর প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রামে বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন: শান্তির পথে দৃঢ় পদক্ষেপ

- Advertisement -

বান্দরবান প্রতিনিধিঃ

 

দীর্ঘদিন পর পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার রুমা উপজেলার নিজ গ্রামে ফিরেছে বাস্তুচ্যুত বম জনগোষ্ঠীর পরিবারগুলো। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সশস্ত্র তৎপরতা এবং সহিংসতার কারণে যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছিল, তাতে বাধ্য হয়ে বহু পরিবার পার্শ্ববর্তী দেশের নিরাপদ এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।

 

সর্বশেষ তথ্যমতে, বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধান ও সহযোগিতায় ইতোমধ্যে ১২২ টি বম পরিবার নিজ নিজ পাড়ায় নিরাপদে ফিরে এসেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই প্রত্যাবর্তন শুধু একটি পুনর্বাসন প্রক্রিয়া নয়, বরং এটি পার্বত্য অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও সহাবস্থানের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি। তিনি প্রত্যাবর্তনকারী পরিবারগুলোর উদ্দেশে বলেন, “আপনাদের ফিরে আসা শুধু আমাদের দায়িত্ব নয়, বরং এটি জাতীয় সংহতির প্রতীক এবং পার্বত্য শান্তির পথে একটি মাইলফলক। নিরাপত্তা, পুনর্বাসন, শিক্ষা ও জীবিকার ক্ষেত্রেও সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।”

 

এরই মাধ্যমে পাহাড়ের অন্যান্য জনগোষ্ঠীও আশার আলো দেখতে পেয়েছে এবং আগ্রহ তৈরি হয়েছে নিরাপদে ফিরে আসার বিষয়ে। সেনাবাহিনীর কঠোর অবস্থান স্পষ্ট—পার্বত্য চট্টগ্রামে কোনো ধরনের সশস্ত্র তৎপরতা গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে তারা সদা সতর্ক থাকবে।

 

সেনাবাহিনী পক্ষ হতে জানানো হয়েছে , যারা এখনও ফিরে আসতে পারেননি, তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

প্রশাসন ও নিরাপত্তা বাহিনী আশাবাদ ব্যক্ত করেছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা এবং সম্মানজনক সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

লংগদু সেনা জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও অস্ত্র উদ্ধার

রাঙামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সদস্যদের সফল অভিযানে বাঘাইছড়ি উপজেলার লাইলাঘোনা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ একটি...

খাগড়াছড়ি চলমান অস্থিতিশীল কর্মকাণ্ডে লিপ্ত উপজাতি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সেনা ক্যাম্প পূণঃস্থাপনের দাবীতে মানববন্ধন

ডেস্ক রিপোর্টঃ   খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে সশস্ত্র উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ তাদের পুরনো নীলনকশা অনুযায়ী আবারও পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত...

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

ডেস্ক রিপোর্টঃ রাঙামাটি, ০১ অক্টোবর ২০২৫ (বুধবার): গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট,...

ভারতের মদদে পাহাড়ে ইউপিডিএফের তাণ্ডব

ডেস্ক রিপোর্টঃ খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে অপহরণ করে কথিত ধর্ষণের অভিযোগে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক...