কারিগরি শিক্ষায় নন টেকনিক্যাল জনবল নিয়োগে আইডিইবি’র ‘না’

- Advertisement -

দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কারিগরি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে সাধারণ ক্যাডারের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে ‘না’ বলেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর সোশ্যাল মিডিয়া উপ-কমিটি।

এছাড়া এই সিদ্ধান্তকে সরকারের গণমুখী উন্নয়ন ও সম্প্রসারণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়েছে। সোমবার (৭ জুন) কমিটির এক ভার্চুয়্যাল সভায় অংশ নিয়ে আইডিইবি সোশ্যাল মিডিয়া উপ-কমিটির নেতারা এসব কথা বলেন।

সভায় আইডিইবি নেতারা বলেন, সরকার যখন মানবসম্পদ উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, ঠিক সেই মুহূর্তে দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কারিগরি প্রশিক্ষক পদে সাধারণ ক্যাডারের শিক্ষক নিয়োগের পাঁয়তারা চলছে। এটি সরকারের গণমুখী প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র।

সভায় নেতৃবৃন্দ বলেন, ক্রাফট ইনস্ট্রাক্টর পদটি বিশেষায়িত কারিগরি পদ। এ পদে কর্মরত প্রশিক্ষকগণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও ভোকেশনালে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে কলমে পাঠদান করেন। সে প্রেক্ষিতে এ পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধিতে যোগ্যতা এইচএসসি ভোকেশনাল অর্থাৎ দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন এসএসসি ভোকেশনাল বা ২ বছরের ট্রেডসহ এইচএসসি পাস উল্লেখ করা ছিল। কিন্তু সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ঐ পদের জন্য পদার্থ ও রসায়নে স্নাতক ডিগ্রীধারী উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও বিধি-বহির্ভূত।

নেতৃবৃন্দ বলেন, একজন সাধারণ ক্যাডারের শিক্ষক কিভাবে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা অন্য যেকোন ট্রেডের ব্যবহারিক ক্লাস নেবেন তা বোধগম্য নয়।

সভায় আইডিইবি সোস্যাল মিডিয়া উপ-কমিটির নেতারা বলেন, সরকার দক্ষ মানবসম্পদ তৈরির জন্য দেশের সকল উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণে মেগাপ্রকল্প গ্রহণ করেছে। এর মাধ্যমে কারিগরি শিক্ষার এনরোলমেন্ট পর্যায়ক্রমে ২০৪০ সালের মধ্যে ৫০ শতাংশ করতে চাচ্ছে সরকার। ঠিক সেই সময়ে এ ধরনের অপপ্রচেষ্টা সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাঞ্চাল করবে। অবিলম্বে কারিগরি পদে অকারিগরি ব্যাক্তি নিয়োগের ষড়যন্ত্র বন্ধের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান আইডিইবি’র নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় মাইনি বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

।। গোলামুর রহমান।। রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপে একটি বড় দুর্ঘটনা...

আওয়ামী লীগের মরন কামড় শীঘ্রই

আওয়ামী লীগ কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, যদি শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় হয়ে যায়! হাসিনা কি দেশে ফিরবে, বা দেশে...

রাঙামাটির হাজাছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ   রাঙামাটি, ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার):   গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রাঙামাটির হাজাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযান...

বিলাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

ডেস্ক রিপোর্টঃ         বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশ রক্ষাতেই নয়, বরং মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমেও জনগণের এক অবিচল আস্থার প্রতীক...