ইন্ডিয়াতে অক্সিজেন সঙ্কট মেটাতে টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট, নেতৃত্বে বাঙালি চিকিৎসক

- Advertisement -

ইন্ডিয়ায় মেডিক্যাল অক্সিজেনের জোগান ও বিতরণের বিষয়টি খতিয়ে দেখার জন্য ১২ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করলো ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট। এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভবতোষ বিশ্বাস। সারা দেশে যৌক্তিক ও ন্যায়সঙ্গত ভাবে মেডিক্যাল অক্সিজেনের জোগান, সরবরাহ এবং জীবনদায়ী ওষুধের সরবরাহ খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স। একই ভাবে কোভিডের চিকিৎসার জন্য যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের জন্যও টাস্ক ফোর্স পরামর্শ দেবে।

শুক্রবারই শীর্ষ আদালত টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিল। এ ছাড়াও বিভিন্ন রাজ্যে অক্সিজেন বরাদ্দের ভিত্তিও খতিয়ে দেখার কথা কেন্দ্রকে জানিয়েছিল আদালত।

টাস্ক ফোর্সের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল ও হার্ট ইনস্টিটিউটের চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর নরেশ ত্রিহান। এছাড়াও দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতাল, ভেলোরের ক্রিশ্চান মেডিকেল কলেজ, বেঙ্গালুরুর নারায়ণ হেল্থকেয়ার ও মুম্বইয়ের ফর্টিস হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

অক্সিজেনের সঠিক বণ্টন নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এরাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পশ্চিমবঙ্গকে পর্যাপ্ত অক্সিজেন না দেওয়ার অভিযোগ করেছেন তিনি। রাজ্য়ের বরাদ্দ অক্সিজেন অন্য় রাজ্যকে দিয়ে দেওয়ারও অভিযোগ করেছেন। অন্যদিকে কার্যত প্রধানমন্ত্রীর থেকে হাতজোড় করে অক্সিজেন চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অক্সিজেন চেয়ে অন্য়ান্য় রাজ্য়েরও দ্বারস্থ হয়েছেন তিনি। অক্সিজেনের অভাবে প্রত্য়েকদিনই দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যু বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে অক্সিজেনের সঠিক বণ্টনের বিষয়ে নজরদারিতে সুপ্রিম কোর্ট যে ১২ সদস্যের টাস্ক ফোর্স তৈরি করেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

বর্তমানে ইন্ডিয়ায় করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। গত তিনদিন ধরে দৈনিক সংক্রমণ ৪ লক্ষের উপরে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। শনিবার করোনা থেকে সংক্রমণমুক্ত হয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ৬০৯ জন। ফলে দেশে মোট সুস্থের সংখ্যা ১ কোটি ৭৯ লক্ষ ৩০ হাজার ৯৬০ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ৪৪৬ জন। করোনা আক্রান্ত প্রথম ১০টি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি ও কেরল। অতিমারি রুখতে আজ থেকে কেরলে শুরু হয়েছে ১৪ দিনের লকডাউন। সোমবার তামিলনাড়ু ও কর্ণাটকেও ১৪ দিনের লকডাউন শুরু হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

ডেস্ক রিপোর্টঃ মাটিরাঙ্গা সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে...

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ডেস্ক রিপোর্টঃ কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে...

দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্টঃ আজ, মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি দীঘিনালায় পশ্চিম থানা বাজার এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শীতের...

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানায় ত্রাণ সহায়তা প্রদান

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামে “সম্প্রীতি ও উন্নয়ন” এই মুলমন্ত্রকে বুকে ধারণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনা সদস্যরা। এরই...