বাকলাইপাড়া সাব জোনে  নতুন বছরের সুচনা লগ্নে আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

- Advertisement -

*স্থানীয় প্রতিনিধি*

 

সবুজ আর প্রকৃতির মায়ায় জড়ানো সম্প্রীতির বান্দরবানের সেনা রিজিয়ন এর ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাইপাড়া সাব জোনে নতুন বছরের সুচনা লগ্নে অনুষ্ঠিত আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর সার্বিক তত্ত্বাবধায়নে বাকলাইপাড়া সাবজোন এ আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অদ্য ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার সকালে বাকলাইপাড়া সাব জোনে অনুষ্ঠিত হয়।

 

 

 

 

সমাপনী অনুষ্ঠানে ব্যাটেলিয়ন অধিনায়কের পক্ষে বাকলাইপাড়া সাব জোনের সাবজোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার হিসেবে বিজয়ী এবং বিজিত দলকে একটি করে ট্রফি প্রদান করার পাশাপাশি ১৫০০০ টাকার মূল্য মানের প্রাইজমানি প্রদান করা হয়। প্রতিযোগিতায় দূলাচরণ পাড়া দল চ্যাম্পিয়ন ও কংহ্লাই ম্রো পাড়া দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

 

 

 

 

উক্ত প্রতিযোগিতায় নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে দূলাচরন পাড়া দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় রৈংটন মুরং এবারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন। উল্লেখ্য যে গত ০৫ জানুয়ারি ২০২৫ হতে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় বাকলাইপাড়া সাব জোনের মোট ১০টি দল অংশগ্রহণ করে।

 

 

 

 

সমাপনী অনুষ্ঠানে বাকলাইপাড়া সাব জোনের কর্মরত সামরিক কর্মকর্তাগণসহ জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সহ সকল ফুটবলপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

 

খেলার মাঠ যেমন শারীরিক কাঠামো বজায় রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে পাশাপাশি মনকে প্রফুল্ল রাখতেও সাহায্য করে। পার্বত্য এলাকার জনগণের শারীরিক সুস্থতা ও খেলাধুলার মান উন্নয়নে এই প্রতিযোগিতা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আশা করা যায় বলে উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

 

 

 

 

ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে আসা এলাকার সাধারণ জনগণ এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য বান্দরবান সেনা রিজিয়ন এবং ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি বর্তমানের ন্যায় ভবিষ্যতে ও এই ধরনের কার্যক্রমকে চলমান রাখার আহ্বান জানান।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

শ্রমবাজারে কথিত আদিবাসী নারী, মিথ্যার বিপরীতে সত্যের অবস্থান।

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নারী শ্রমবাজার নিয়ে নানা গবেষণা হয়েছে এবং হচ্ছে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল প্রকৃত সত্য আড়াল করে...

চট্টগ্রামের লোহাগাড়ায় ইটভাটায় পাহাড়ি সন্ত্রাসীদের হামলা, চাঁদার জন্য শ্রমিকদের মারধর

চট্টগ্রাম প্রতিনিধিঃ গতকাল ০৬ মার্চ ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নং...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি এলাকায় ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান: গোলাবারুদসহ বিপুল দ্রব্য সামগ্রী উদ্ধার,,

রাঙ্গামাটি প্রতিনিধিঃ       ঢাকা, ০৭ মার্চ ২০২৫ (শুক্রবার): গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর ০৫.৩০ ঘটিকায় পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি...

ভারতীয় অবৈধ সিগারেট পাচারের সময় কৃষকদল, যুবদল ও তাঁতীদলের নেতাসহ ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী

রাঙ্গামাটি প্রতিনিধিঃ   রাঙামাটি কাউখালী উপজেলার পানছড়ির উগলছড়ি থেকে ভারতীয় অবৈধ সিগারেট পাচারের সময় কৃষকদল, যুবদল ও তাঁতীদলের নেতাসহ ৪...