ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশ রক্ষাতেই নয়, বরং মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমেও এক অবিচল আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে বিলাইছড়ি জোন (৩২ বীর) এর উদ্যোগে আয়োজন করা হলো এক ব্যতিক্রমী চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ কার্যক্রম।
রবিবার (১৭ আগস্ট) বিলাইছড়ি জোন আওতাধীন বিলাইছড়ি ইউপি ফুটবল মাঠ এলাকায়, জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুশফিকুর রহমান এর নেতৃত্বে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়। এ সময় মোট ১৮৭ জন দুস্থ মানুষ এই সেবা গ্রহণ করেন।
দূর্গম পাহাড়ি অঞ্চলে এই ধরনের সেবামূলক কার্যক্রম নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত এইসব এলাকার মানুষের কাছে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ যেন এক আশার আলো হয়ে এসেছে। সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এইসব পাহাড়ি অঞ্চলে যখন কেউ আসে না, তখন সেনাবাহিনীই আমাদের পাশে থাকে।”
এ বিষয়ে বিলাইছড়ি জোনের পক্ষ হতে বলা হয়, “বিলাইছড়ি জোন তার সর্বোচ্চ প্রচেষ্ঠা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর এবং দূর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যানার্থে সকল ধরণের কার্যক্রম বিলাইছড়ি জোন সর্বদা পাশে থাকবে। ভবিষ্যতে বিলাইছড়ি জোনের এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়”। বাংলাদেশ সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগ শুধু চিকিৎসা সেবাই নয়, বরং জনগণের মাঝে আস্থা ও বিশ্বাসের বন্ধনকে আরও দৃঢ় করেছে।