বিশ্বাস করুন বা নাই করুন আমাদের প্রত্যকের ঘরেই রয়েছে দখলদারদের পণ্য। কোকাকোলা, স্প্রাইট, সেভেন আপ, পেপসি বা মাউন্টেন ডিউ না খেলে আমাদের এলিটদের অনেকেরই পেটের খাবার হজম হয়না। এমনকি সমাজে তাদের ইজ্জত কমে যায় বলে তারা মনে করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় পণ্য বর্জন যেমন তাদের নাড়া দিয়েছিল, তেমনি দখলদারদের সকল পণ্য বর্জন করলে তাদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল বানিজ্যিক কার্যক্রম শিথিল হয়ে যাবে। তবে ভোক্তা পর্যায়ে এসব পণ্য বিক্রয় বন্ধ করতে আপনাকে আমাকে অবশ্যই এমন পদক্ষেপ নিতে হবে যেন কোন বিক্রেতা এসব পণ্য বিক্রয়ের জন্য স্টোরে প্রদর্শন না করে। যেসব দোকান বা স্টোরে দখলদারদের পণ্য বিক্রি করবে তাদের গাদ্দার হিসেবে বয়কট করা জরুরী।
একই সাথে দেশীয় পণ্য ব্যবহার করে দেশের শিল্প রক্ষায় আমরা ভূমিকা রাখতে পারি। দৈনন্দিন প্রয়োজনীয় সকল পণ্য কেনার সময় কেবল মাত্র দেশীয় কোম্পানীর পণ্য ক্রয় করুন। প্রয়োজনে বিক্রেতাকে জানান দখলদারদের পণ্য বিক্রয় বন্ধ করতে।
আপনাদের সুবিধার্থে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকা দেয়া হলো। দখলদারদের পরিচিত পণ্য গুলোর বিপরীতে দেশীয় সকল পণ্য ব্যবহার নিশ্চিত করুন।