বিলাইছড়ি জোনের উদ্যোগে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

রাঙামাটি জেলার বিলাইছড়ি সেনা জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় ১৭ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন বই কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান, বিলাইছড়ি যুব সংগঠনকে খেলাধুলার সামগ্রী প্রদান, বহলতলী মসজিদে আর্থিক সহায়তা প্রদান এবং এক অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে হাঁস, হাঁসের শেড, খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছে।

আজ, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি), বিলাইছড়ি সেনা জোনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। সেনা জোন এর এ্যাডজুটেন্ট ও সেনা জোনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত থেকে আর্থিক সহায়তা ও মানবিক সহায়তা প্রদান করে।

এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান।

এসময় বিলাইছড়ি সেনা জোন এর এ্যাডজুটেন্ট বলেন, “দূর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, তারা যেন স্বাবলম্বী হতে পারে এবং দারিদ্র্যের কষ্ট থেকে মুক্তি পায়। ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগী পরিবার গুলো। তারা বলেন, সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছে। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতে আরও পরিবারকে এভাবে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

৪৫০ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান – ভিডিও

শনিবার ৩ মে, কাশ্মীরের পেহেলগামে হামলার উত্তেজনার মধ্যেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি ৪৫০...

সন্ত্রাসীদের বেপরোয়া চাঁদাবাজি অবরোধে অর্থনৈতিক বিপর্যয় দিশেহারা ব্যবসায়ীরা-ধ্বংসের দ্বারপ্রান্তে সাজেকের পর্যটন শিল্প।

ডেস্ক রিপোর্টঃ   রাঙামাটি বাঘাইছড়ি সাজেক ভ্যালিতে পর্যটন শিল্প আবারও চরম সঙ্কটে পড়েছে। ইউপিডিএফ ও জেএসএস মূলদলের একের পর এক...

রাঙামাটিতে বিজিবির দুঃসাহসিক অভিযান : বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার।

লংগদু প্রতিনিধিঃ   পার্বত্য জনপদ রাঙামাটির লংগদু উপজেলায় রুদ্ধশ্বাস অভিযানে রাজনগর জোনের (৩৭ বিজিবি) সাহসী সদস্যরা জারুলছড়া এলাকায় বিপুল পরিমাণ...

ইসকনের তৎপরতায় ক্ষুব্ধ পাহাড়ের বাসিন্দারা

খাগড়াছড়ি প্রতিনিধিঃ   খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রশাসনিক অনুমোদন ছাড়াই ইসকনের একটি পরিত্যক্ত প্রচার কেন্দ্র ও কীর্তন মন্দিরের পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া...