ইউটিউব চ্যানেল বিক্রয়ের নামে প্রতারনা – চ্যানেল কিনতে যে বিষয় গুলো আপনাকে অবশ্যই জানতে হবে।

0 1,450


আপনি কি ফেইসবুকে বা অনলাইনে ইউটিউব চ্যানেল বিক্রয়ের বিজ্ঞাপন দেখে কেনার সিদ্ধান্ত নিয়েছেন? তার আগে  আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। বিক্রেতা আপনাকে আগে টাকা পাঠাতে বলবে, তারপর আপনি টাকা পাঠানোর পর দেখবেন তিনি আর আপনার কল রিসিভ করবেন না। আপনাকে আগে কখনোই তিনি চ্যানেল হস্তান্তর করবেন না। তাহলে কি করবেন? আসলে এভাবে কি ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় করা সম্ভব? না, কারন আপনাকে যদি চ্যানেলের সব কিছু বুঝিয়েও দেন তিনি সেটা আবার ফিরিয়েও নিতে পারবেন। আপনি পাসওয়ার্ড, কন্টাক্ট নাম্বার, রিকভারি ইমেইল সব পরিবর্তন করার পরেও তিনি ফিরিয়ে নিতে পারেন ১ মাসের মধ্যে যে কোন সময়। কারন একটা গুগুল একাউন্টের ফোন নাম্বার ও রিকভারি ইমেই পরিবর্তন করলেও ১মাস পর্যন্ত নিরাপত্তার খাতিরে গুগুল যে কোন ভেরিফিকেশন এর জন্য আগের নাম্বার ও ইমেইলেই তথ্য পাঠাবে। সুতারাং আপনার দেয়া পাসওয়ার্ড তিনি খুব সহজেই রিসেট করে ফেলতে পারবেন। এতো গেলো আপনাকে একাউন্ট দিয়ে আবার নিয়ে ফেলার কথা। কিন্তু না দিয়েই টাকা নিয়ে চলে গেলে আপনি তাকে কোথায় পাবেন? আপনাকে হয়তো তিনি ছবি, ভোটার আইডি কার্ড পাসপোর্ট সব কিছুর কপি পাঠাবেন। কিন্তু এই পাসপোর্ট বা ডকুমেন্ট গুলো অন্য করোও হতে পারে, প্রতারণার জন্য সে হয়তো এগুলো সংগ্রহ করে রেখেছে। আর তার নিজের ডকুমেন্ট হলেও আপনি তার বিরুদ্ধে কি কোন ব্যবস্থা নিতে পারবেন? বা আদৌ কোন ব্যবস্থা গ্রহন করার জন্য যাবেন আপনি। হয়তো সর্বোচ্চ বিভিন্ন গ্রুপে আপনি তার বাটপারির বিষয়টা শেয়ার করবেন।

আপনাকে একটা চ্যানেলের লিংক দিয়ে বললো এটা তার চ্যানেল। হয়তো কয়েক লাখ সাবস্ক্রাইবার। অনেক ভিউ। আপনি দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবেন। তার খুব জরুরী টাকার দরকার তাই খুব কম দামে সে এই চ্যানেল বিক্রয় করে দিচ্ছে। অথবা সে এরকম চ্যানেল বানিয়ে প্রায়ই সেগুলো বিক্রয় করে, আজ আরো ২/৩ টা বিক্রয় করেছে ইতিমধ্যে। এমন আরো অনেক কিছু। কিন্তু ভেবে দেখুন, যে চ্যানেল মূল্য কয়েক লাখ টাকা হবার কথা, সেটা সে মাত্র কয়েক হাজারে বিক্রয় করে দিবে? আপনি তাকে কিছু প্রশ্ন করুন, চ্যানেল টা কি আপনার নিজের? আপনি রিমোট ডেস্কটপ দিয়ে আমাকে আপনার চ্যানেল লগইন করে দেখান। সে কোন ভাবেই রাজি হবেনা। অনেক অজুহাত দেখাবে। আপনি যদি বলেন ঠিক আছে আপনি সময় করে পরে দেখাতে পারেন। সে তখন আপনাকে বলবে, তার এখনি বিক্রয় করতে হবে।

- Advertisement -

যদি সত্যি আপনি কারো কাছ থেকে কোন ভালো চ্যানেল কিনে নিতে চান বা সত্যি কেউ বিক্রয় করতে চায় তাহলে কি করবেন? আপনাদের অবশ্যই একটা একটা চুক্তি করতে হবে। বিক্রেতা তার এই চ্যানেলের মালিকানা প্রমাণ করবেন আগে। তার পর এই মর্মে চুক্তি করবে এই চ্যানেলের একমাত্র মালিক তিনি, আর কোন অংশিদার নেই। এবং এই টাকার বিনিময়ে আপনি তার কাছ থেকে এই চ্যানেলটি কিনে নেবেন। সকল তথ্য হস্থান্তর করার পরেও যেহেতু ১মাস সকল ভেরিফিকেশন কোড আগের রিকভারি ইমেইল ও ফোন নাম্বারে যাবে, সুতরাং এর মধ্যে যখন কোন ভেরিফিকেশন কোড চাইবে তিনি আপনাকে তা প্রদান করবেন। এবং পেমেন্ট অবশ্যই ব্যাংক একাউন্টে করবেন। ব্যাংক একাউন্ট তার নিজের নামে হতে হবে। এতে করে আপনার ট্রানজেকশনটির রেকর্ড থাকবে এবং তার পরিচয় গোপন রাখার কোন সুযোগ থাকবেনা, কারন তার একাউন্টে সব তথ্য রয়েছে। সবচেয়ে ভালো হয় যদি আপনি তাকে পেঅর্ডার করেন। এছাড়া বিক্রেতা কোথায় থাকে তার ঠিকানা নিতে পারেন। সেখানে আপনার পরিচিত কেউ থাকলে তার সাথে দেখা করে আসতে বলতে পারেন। আপনার পক্ষ হয়ে তিনি বিক্রেতার সাথে মিটিং করে নেবেন। তাহলে সব কিছু অনেক সহজ হয়ে যাবে। কিন্তু বিক্রেতা সেজে যদি সে প্রতারক হয় তবে সে কখনো দেখা করতে চাইবে না বা আপনাকে তার আসল ঠিকান দেবেনা। এছাড়া দিলেও সেখানে যাওয়াটা আপনার জন্য কতোটা নিরাপদ সে বিষয়টাও মাথায় রাখবেন। সে যদি প্রফেশনাল কেউ হয় তবে তার কোন অফিস থাকতে পারে। সেখানে গিয়েও দেখা করে আসা যায়।

ইউটিউব চ্যানেল হোক, বা কোন ওয়েব সাইট, গুগুল এডসেন্স একাউন্ট, ফেইসবুক পেইজ বা গ্রুপ যাই কিনুন আপনাকে এভাবে সব কিছু ডিল করতে হবে। তা না হলে আপনি প্রতারকের চক্রান্তে পড়ে টাকা হারাবেন শুধু আর কিছুই পাবেন না। কোন ক্রেতা যখন কিনবে এভাবেই কিনতে চাইবে। আর আপনি যদি বিক্রেতা হোন তবে আপনাকে এভাবেই বিক্রয় করার মানসিকতা থাকতে হবে। আর বিক্রেতা যদি আপনাকে বিকাশ/নগদে টাকা পাঠালে তারপর একাউন্ট দেবে বলে তবে শতভাগ নিশ্চিত থাকুন সে বাটপার। আর একটি বিষয়ে অবশ্যই একটু মাথা ঘামাবেন, একটা দুই লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল এর দাম কতো হতে পারে। ২০/৩০ হাজার টাকায় কেউ দুই লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল বিক্রয় করবেন কি? ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ক্রয়বিক্রয় এর গ্রুপ গুলোর মাধ্যমে ইউটিউব এর চ্যানেল বিক্রয়ের নামে এ ধরনের প্রতারনা খুব বেড়ে গেছে। সবাই এ ব্যপারে শতর্ক থাকবেন।

- Advertisement -

Comments
Loading...