মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় : পাতা -০৪

- Advertisement -

পাতা -০৪

মৃত ব্যক্তিকে গোসল দেয়া

বুখারী ও মুসলিমের বর্ণনা সূত্রে হযরত উম্মু আত্বিয়া (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (দ্বঃ)-এর এক কন্যার (যয়নাবের) মৃত্যু হলে তিনি আমাদের নিকট এসে বললেন: তোমরা তাকে কুল পাতা (বরই পাতা) সিদ্ধ পানি দিয়ে বেজোড় সংখ্যায় তিনবার পাঁচবার কিংবা প্রয়োজন মনে করলে আরো অধিকবার করে গোসল দাও। অতঃপর কপূর অথবা কপূর জাতীয় সুগন্ধি লাগিয়ে দিও। এসব কাজ শেষ হলে তোমরা আমাকে খবর দিও। (বর্ণনাকারী) বলেন, আমরা এসব কাজ সম্পন্ন করে তাঁকে খবর দিলে তিনি নিজের একখানা লুঙ্গি আমাদেরকে দিয়ে বললেন: এ কাপড় তার গায়ে জড়িয়ে দাও। (অতঃপর আমরা তা-ই করলাম) এবং তার চুলগুলোকে তিনভাগে বিভক্ত করে পেছনের দিকে ছেড়ে দিলাম। (হাঃ নং বুখারী ১১৮১, মুসলিম ২০৪১) বুখারী ও মুসলিমের অপর বর্ণনা সূত্রে হযরত উম্মু আত্বিয়া (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছুঃ) তাঁর কন্যার গোসল দেয়ার ব্যাপারে বলেছেন:
إِبْدَاؤُا بِمِيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا
তোমরা তার ডান দিক থেকে এবং অযুর স্থানগুলো হতে গোসল দেয়া শুরু করো। (হাঃ নং বুখারী ১১৭৪, মুসলিম ২০৪৮)

প্রয়োজনে স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে গোসল দেয়া

হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: “রাসূলুল্লাহ (জ্বঃ) এক সময় জান্নাতুল বাক্বী থেকে ফিরে এসে আমাকে মাথা ব্যথায় যন্ত্রণা কাতর অবস্থায় পেলেন। তখন আমি বলছিলাম, হায়রে আমার মাথা। রাসূলুল্লাহ (জ্বঃ) বললেন: ইয়া আয়েশা! আমিও মাথা ব্যথায় ভুগছি। হায়রে আমার মাথা। অত:পর তিনি বললেন: আয়েশা। তুমি যদি আমার পূর্বে মারা যেতে তাহলে তোমার কোন ক্ষতি হতো না। কেননা, আমি তোমাকে গোসল করাতাম, কাফন পরাতাম, তোমার জানাযার নামায পড়তাম এবং তোমাকে দাফন করতাম।” (ইবনে মাজাহ হা: নং ১৪৬৫)
ইবনে মাজাহর অপর বর্ণনা সূত্রে হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “যা আমি পরে অবগত হয়েছি, তা যদি পূর্বে অবহিত হতে পারতাম, তাহলে নবী (ছুঃ)-কে তাঁর স্ত্রীগণ ব্যতীত আর কেউ গোসল দিতে পারতো না।” (হাঃ নং ১৪৬৪)

মৃত ব্যক্তিকে গোসলের পর কাফন দেয়া

হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (জ্বঃ) বলেছেন:
خَيْرٌ ثِيَابَكُمُ الْبَيَاضُ فَكَفْنُوا فِيهَا مَوْتَكُمْ وَالْبَسُوهَا
তোমাদের কাপড়ের মধ্যে সাদা কাপড়ই উত্তম। অতএব তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের সাদা কাপড়ে কাফন দাও আর তোমরাও সাদা কাপড় পরিধান করো। (ইবনে মাজাহ, হাঃ নং ১৪৭২)
হযরত আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (দ্বঃ) বলেছেন: “তোমাদের মৃত ব্যক্তির যে ভাই দাফন-কাফনের জিম্মাদার হবে সে যেন তার উত্তম কাফনের ব্যবস্থা করে।” (ইবনে মাজাহ্ হা: নং ১৪৭৪) ‘উত্তম কাফন’ অর্থাৎ কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া, অধিক মূল্যবান হওয়া নয়। মুসলিমের বর্ণনা সূত্রে হযরত আবু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ছুঃ)-এর স্ত্রী আয়েশাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ছঃ)- কে কয়টি কাপড়ে কাফন দেয়া হয়েছিল? তিনি বললেন, তিন কাপড়ে যা সাহুল অঞ্চলের তৈরি ছিল।” (হাঃ নং ২০৫৫)

আগের পাতা: ০৩ | পরবর্তী পাতা: ০৫

3 মন্তব্য:

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

সশস্ত্র উপজাতি সন্ত্রাসীদের বাধার প্রতিবাদে হাজারো মানুষের মানববন্ধন: উন্নয়নকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিহত করার অঙ্গীকার।

ডেস্ক রিপোর্টঃ ২৯ মে ২০২৫: সশস্ত্র সন্ত্রাসীদের হুমকি ও বাধার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটির লংগদু উপজেলা সদর। বৃহস্পতিবার...

পাহাড়কে বিছিন্ন করার ষড়যন্ত্র করায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

রাঙ্গামাটি প্রতিনিধিঃ   সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক জাতীয় ঐকমত্য কমিশনের কাছে "তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব" দাবির...

কাপ্তাই সেনা জোন কর্তৃক দুস্থ ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ডেস্ক রিপোর্টঃ   কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে...

পাকিস্তানের সেনা ক্যাম্পে আঘাত হেনেছে ভারতের ড্রোন

ভারতে পাকিস্তানের হামলার পর পালটা হামলায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করার দাবী করেছে নয়া দিল্লি। যদিও...