তিন পার্বত্য জেলায় পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

তিন পার্বত্য জেলায় পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র উদ্যােগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

★রাঙামাটি

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যােগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি (১৪ এপ্রিল) সোমবার বিকেল ৪.০০ টায় পিসিসিপি’র জেলা কার্যালয় কাঠালতলী এলাকা হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার পরে পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো: আলমগীর হোসেন এর সভাপতিত্বে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পিসিসিপি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি গিয়াস উদ্দিন রানা, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ন সম্পাদক মহিবুল্লাহ্ নুহাশ, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা সাজেদা বেগম, সহ ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথী, মোহনা আক্তার, পিসিসিপি রাঙামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পিসিসিপি’র বক্তারা বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। তবে এ উৎসব ঘিরে যাতে কোনো সাংস্কৃতিক বিকৃতি না ঘটে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের বৈশাখের দিনে আমাদের উজ্জীবিত হতে হবে নিজস্ব সংস্কৃতির উন্নয়নে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের সংস্কৃতিবানদের কাছে এমনটা দেখতে পাচ্ছি না।

বক্তারা আরো বলেন, “নিজস্ব সংস্কৃতির চেতনায় যদি আমরা উদ্বুদ্ধ হতে চাই, নিজস্ব শেকড়ের গান রচনা করতে হবে। বৈশাখের চেতনা হচ্ছে- অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সুস্থতার লালন করা।”

পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এ দিন বাঙালি জাতিসত্তার মানুষ অতীত ভুলে নতুনের আবাহনে মেতে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছর। ফলে দেশব্যাপী সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

★খাগড়াছড়ি

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮.০০ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা সিনি. সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম জুনায়েদ,প্রচার সম্পাদক মো. রিয়াদুল ইসলাম,সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মো সাগর সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।

★বান্দরবান

পিসিসিপি বান্দরবান জেলা শাখার বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে আনন্দ শোভাযাত্রা সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময়ে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সি: সহ-সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিন, সহ-সভাপতি রুমি সেন প্রমুখ।

পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো: হাবীব আজমের দিক নির্দেশনায় এবারই প্রথম নববর্ষের শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় একযোগে অনুষ্ঠিত হয়।

পিসিসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়,

পহেলা বৈশাখ বাঙালির মহাঐক্যের দিন। এমন উৎসবমুখর দিনে ধর্ম, বর্ণ, জাত বা গোত্রের সীমারেখা ভেঙে একসাথে একই পথে চলতে আমাদের অনুপ্রেরণা যোগায়।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

লংগদু সেনা জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও অস্ত্র উদ্ধার

রাঙামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সদস্যদের সফল অভিযানে বাঘাইছড়ি উপজেলার লাইলাঘোনা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ একটি...

খাগড়াছড়ি চলমান অস্থিতিশীল কর্মকাণ্ডে লিপ্ত উপজাতি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সেনা ক্যাম্প পূণঃস্থাপনের দাবীতে মানববন্ধন

ডেস্ক রিপোর্টঃ   খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে সশস্ত্র উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ তাদের পুরনো নীলনকশা অনুযায়ী আবারও পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত...

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

ডেস্ক রিপোর্টঃ রাঙামাটি, ০১ অক্টোবর ২০২৫ (বুধবার): গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট,...

ভারতের মদদে পাহাড়ে ইউপিডিএফের তাণ্ডব

ডেস্ক রিপোর্টঃ খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে অপহরণ করে কথিত ধর্ষণের অভিযোগে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক...