বকেয়া ১৩ লাখ টাকা আদায় করলো চসিকের ভ্রাম্যমান আদালত
চসিকের রাজস্ব সার্কেল ২ ও ৫ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় বকেয়া হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স ফি’বাবদ ১৩ লাখ টাকা আদায় করেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার রাজস্ব সার্কেল- ২ ও ৫ এর আওতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদয়ের লক্ষ্যে রাজস্ব সার্কেল- ২ এর আওতাধীন পূর্ব বাকলিয়া ও শুলকবহর এলাকায় হোল্ডিং ট্যাক্স বাবদ ৭ লাখ ০১ হাজার ৭ শত ৭২ টাকা ও ট্রেড লাইসেন্স বাবদ ৬৫ হাজার ৬০ টাকা, রাজস্ব সার্কেল- ৫ এর আওতাধীন বাগমনিরাম ও লালখান বাজার এলাকায় হোল্ডিং ট্যাক্স বাবদ ৫ লাখ টাকা ও ট্রেড লাইসেন্স বাবদ ৫২ হাজার ৬শত টাকাসহ সর্বমোট হোল্ডিং ট্যাক্স বাবদ ১২ লাখ ১ হাজার ৭ শত ২৫ টাকা ও ট্রেড লাইসেন্স ফি বাবদ ১ লাখ ১৭ হাজার ৬ শত ৬০ টাকা আদায় করা হয়। অভিযানে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করায় পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়কল্পে এ অভিযান অব্যাহত থাকবে।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পৃথক পৃথক ভাবে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।