বিজিবির অভিযানে গোল কাঠ জব্দ

- Advertisement -

মো.গোলামুর রহমান।।

বিজিবি, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধীনস্থ তেমাথা বিজিবি ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিনগর নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে চোরাচালানের উদ্দেশ্যে একত্রিত করছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি এর নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে উক্ত স্থান হতে দ্রুত পালিয়ে যায়। পরিচালিত অভিযানে বিজিবি কর্তৃক উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ১০৯ সিএফটি সেগুন কাঠ আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,১৮,০০০/- (দুই লক্ষ আঠার হাজার) টাকা।

 

বিজিবি সূত্র জানায় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর কর্তৃক চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ১৬টি অভিযান পরিচালনা করে সর্বমোট ১,১৬২.৮ সিএফটি গামারী ও সেগুন কাঠ আটক করা হয়েছে। যার সিজার মূল্য ১৯,৬২,১০৫/- (ঊনিশ লক্ষ বাষট্টি হাজার একশত পাঁচ) টাকা।

 

এ ব্যাপারে অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় মাইনি বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

।। গোলামুর রহমান।। রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপে একটি বড় দুর্ঘটনা...

আওয়ামী লীগের মরন কামড় শীঘ্রই

আওয়ামী লীগ কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, যদি শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় হয়ে যায়! হাসিনা কি দেশে ফিরবে, বা দেশে...

রাঙামাটির হাজাছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ   রাঙামাটি, ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার):   গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রাঙামাটির হাজাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযান...

বিলাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

ডেস্ক রিপোর্টঃ         বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশ রক্ষাতেই নয়, বরং মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমেও জনগণের এক অবিচল আস্থার প্রতীক...