বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির বান্দরবান জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

- Advertisement -

জমির উদ্দিন, বান্দরবান প্রতিনিধি:

 

 

 

 

অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ (বৃহস্পতিবার) বান্দরবান হিল ভিউ কনভেনশন সেন্টারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত জেলা সমাবেশে আনসার-ভিডিপি, বান্দরবান জেলার গত বছরের উল্লেখযোগ্য কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং সদস্যদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়।

 

 

 

 

সমাবেশে *প্রধান অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক *ব্রিগেড বান্দরবান রিজিয়নের সম্মানিত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি* মহোদয়।

 

*প্রধান আলোচক* হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের *উপমহাপরিচালক জনাব মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস, পিএইচডি* মহোদয়। সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ শামীম আরা রিনি।

 

 

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার); বান্দরবান আনসার ব্যাটালিয়নের পরিচালক জনাব দেওয়ান মাতলুবুর রহমান; গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব অভিজিৎ চৌধুরী; এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কক্সবাজার জেলার জেলা কমান্ড্যান্ট জনাব আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএম মহোদয় ।

 

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন *বান্দরবান জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ মোতালিব হোসেন, পিভিএম*।

 

 

 

 

সকাল ১১.০০ ঘটিকায় হিল ভিউ কনভেনশন সেন্টারে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

 

তিনি বাহিনীর বর্তমান সংস্কার কার্যক্রম, মানবকল্যাণে পরিকল্পিত কর্মপদ্ধতি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে উপস্থিত কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের অবহিত করেন।

 

 

 

 

প্রধান আলোচক জনাব মোঃ সাইফুর রহমান তার বক্তব্যে বলেন, দেশে একটি নতুন পুনর্জাগরণের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তরুণ সমাজের ভূমিকা দেশের উন্নয়নে অনস্বীকার্য। এ লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ মডিউল যুগোপযোগী করা হচ্ছে। তরুণ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তৃণমূল নেতৃত্বকে আরও কার্যকর ও গতিশীল করে তোলা হবে।

 

 

 

 

তিনি আরও উল্লেখ করেন যে, আনসার-ভিডিপি একটি শক্তিশালী ও টেকসই আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খাদ্য নিরাপত্তা, মানব নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে আনসার-ভিডিপি দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছে।

 

 

 

 

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বাহিনীর সকল স্তরের সদস্যদের উদ্দেশ্যে গুরুত্ত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাহিনীর সাফল্য কামনা করেন এবং দেশমাতৃকার স্বার্থে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

 

 

 

অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ভাতাভুক্ত ৬৫ জন সদস্য/সদস্যাকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

সশস্ত্র উপজাতি সন্ত্রাসীদের বাধার প্রতিবাদে হাজারো মানুষের মানববন্ধন: উন্নয়নকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিহত করার অঙ্গীকার।

ডেস্ক রিপোর্টঃ ২৯ মে ২০২৫: সশস্ত্র সন্ত্রাসীদের হুমকি ও বাধার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটির লংগদু উপজেলা সদর। বৃহস্পতিবার...

পাহাড়কে বিছিন্ন করার ষড়যন্ত্র করায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

রাঙ্গামাটি প্রতিনিধিঃ   সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক জাতীয় ঐকমত্য কমিশনের কাছে "তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব" দাবির...

কাপ্তাই সেনা জোন কর্তৃক দুস্থ ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ডেস্ক রিপোর্টঃ   কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে...

পাকিস্তানের সেনা ক্যাম্পে আঘাত হেনেছে ভারতের ড্রোন

ভারতে পাকিস্তানের হামলার পর পালটা হামলায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করার দাবী করেছে নয়া দিল্লি। যদিও...