শেষ হলো ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড

- Advertisement -


ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ৪ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেন বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার সুব্রত বিশ^াস এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। চার পয়েন্ট করে নিয়ে এগার জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, তিতাস ক্লাবের জাবেদ আল আজাদ, শাহিন চেস ক্লাবের মোহাম্মদ আমিনুল ইসলাম, স্পোর্টস বাংলার ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মোঃ আবু হানিফ, ঢাকা চেস ক্লাবের আফজাল হোসেন সাচ্চু, খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জের আনিচুজ্জামান জুয়েল ও সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের ফিরোজ আহমেদ। আজ (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে ও জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন কামাল অডিটোরিয়াম লাউঞ্জে পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। পঞ্চম রাউন্ডের খেলায়ঃ স্বর্নাভো ফিদে মাস্টার পরাগকে, গ্র্যান্ড মাস্টার জিয়া ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে, ফিদে মাস্টার সুব্রত জাবেদকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, সাচ্চু অনত চৌধুরীকে, ফিদে মাস্টার নাসির মুকিতুল ইসলাম রিপন, আমিনুল আব্দুল মোমিনকে, ক্যান্ডিডেট মাস্টার দিহান রাব্বি সেলিমকে, হানিফ ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীনকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, ফিরোজ মোঃ মোঃ সাজিদুল হককে এবং জুয়েল ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওনকে পরাজিত করেন। ষষ্ঠ রাউন্ডের খেলা আগামীকাল (রোববার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থান সমূহে শুরু হবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

সশস্ত্র উপজাতি সন্ত্রাসীদের বাধার প্রতিবাদে হাজারো মানুষের মানববন্ধন: উন্নয়নকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিহত করার অঙ্গীকার।

ডেস্ক রিপোর্টঃ ২৯ মে ২০২৫: সশস্ত্র সন্ত্রাসীদের হুমকি ও বাধার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটির লংগদু উপজেলা সদর। বৃহস্পতিবার...

পাহাড়কে বিছিন্ন করার ষড়যন্ত্র করায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

রাঙ্গামাটি প্রতিনিধিঃ   সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক জাতীয় ঐকমত্য কমিশনের কাছে "তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব" দাবির...

কাপ্তাই সেনা জোন কর্তৃক দুস্থ ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ডেস্ক রিপোর্টঃ   কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে...

পাকিস্তানের সেনা ক্যাম্পে আঘাত হেনেছে ভারতের ড্রোন

ভারতে পাকিস্তানের হামলার পর পালটা হামলায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করার দাবী করেছে নয়া দিল্লি। যদিও...