মাটিরাঙ্গায় শতভাগ লকডাউন কার্যকর,মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন

0 1,258

খাগড়াছড়ি প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে সরকারের বিধিনিষেধ অমান্য করে কেউ অপ্রয়োজনে রাস্তায় বের হলে সন্তোষজনক জবাব দিতে না পারলে এদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত আইনগত ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার(১লা জুলাই)সকাল ৬টা থেকে আগামী সাত দিন পর্যন্ত কঠোর লগডাউনের ঘোষণা করেছে সরকার। তারেই বাস্তবায়নে খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজার সহ সীমন্তবর্তি তাইন্দং তবলছড়িতেও শতভাগ লকডাউন কার্যকরে মাঠে নেমেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ শতভাগ লকডাউন কার্যকরে তাদের সাথে মাঠে ছিল সেনাবাহিনী-পুলিশ-বিজিবিসহ নির্বাচিত জনপ্রতিনিধি ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ।

- Advertisement -

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আক্তার ববি’র নেতৃত্বে সকাল ৬টা থেকেই মাঠে নেমেছে,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী, বাকী বিল্লাহ ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোন, বাদশা নায়েক সুবেদার পলাশপুর বিজিবি জোন, হাবিবুর রহমান নায়েক সুবেদার যামিনী পাড়া বিজিবি জোন, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জয়নাল আবেদীন, এস আই সাদ্দাম হোসেন, এ এসআই ইফতে খায়রুল ইসলাম,তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের মোঃ খাইরুল আলম(ওসি তদন্ত) এসআই মোঃ খোরশেদ আলম মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান প্রমুখ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আক্তার ববি বলেন, সাধারন মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে,অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, আগামীকাল থেকে প্রশাসন আরো কঠোর অবস্থানে যাবে বলেও জানান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা। সাধারন মানুষকে বাড়ি-ঘরে থাকার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সবসময় মাঠে থাকবে তাই মাটিরাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণ আপনার অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের নাহওয়ার অনুরোধ করেন।

- Advertisement -

Comments
Loading...