চিটাগাং মেট্টোপলিটন শপ অনার্স এসোসিয়েশনের খাদ্য বিতরণ

- Advertisement -


সুবিধাবঞ্চিত ক্ষুধার্ত বিপন্ন ৩ হাজার রোজাদারদের মাঝে চিটাগাং মেট্টোপলিটন শপ অনার্স এসোসিয়েশনের খাদ্য বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন কমিউনিটি পুলিশের সদস্য সচিব, চিটাগাং মেট্টোপলিটন শপ অনার্স এসোসিয়েশনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন বলেন, বর্তমান বিশ্বের সংকটাপন্ন মুহূর্তে পরিবারের জন্য দু’বেলা অন্ন যোগাড় করার সুযোগ হরণ করল এই করোনা ভাইরাস নামক মহামারী। চিন্তা করে দেখুন তো নগরীতে দৈনন্দিন হাজার হাজার মানুষের চলাচল, চব্বিশ ঘণ্টা খাবারের হোটেল খোলা থাকতো, এখন তো সব বন্ধ, পকেটে টাকা থাকলেও খাবার কিনে খেতে পারছে না, এর মধ্যে ভাল মানুষ রোজাদার তো আছে তাদের কি অবস্থা হচ্ছে সবকিছু চিন্তা করে দুঃস্থ পীড়িত ও আত্ম-মানবতার সেবায় আমরা। আমরা সবাই মিলে যদি সত্যিকার অর্থেই চাই, তাহলে এই জনগোষ্ঠীকে আজকের এই বিপদ থেকে বাঁচানো সম্ভব। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তিনি ২০ মে বুধবার চিটাগাং মেট্টোপলিটন শপ অনার্স এসোসিয়েশনের উদ্যোগে পথচারী, সুবিধাবঞ্চিত ৩ হাজার রান্না করা খাবার রোজাদারের মাঝে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ইফতার বিতরণকালে এসব কথা বলেন।
চিটাগাং মেট্টোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনসুর আলম চৌধুরী বলেন, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে অনেকের নূন্যতম আয় নেই, গলায় গলায় কর্য, ধার দেবার মত অনেকের মানুষ নেই, লকডাউনে মানবেতর জীবন যাপন করছে একটি দিন তাদের জন্য এক সপ্তাহ কিংবা এক মাসের মত। সবকিছু মিলিয়ে ঈদুল ফিতরের আনন্দও মাটি হবার পথে। কারণ পরিবারের ছোট বাচ্ছারা করোনা বুঝবেনা, তারা বলবে ঈদের নতুন জামা কাপড়। এতে অনেক মা বাবা সে মুহুর্তে সন্তানের কাছে লজ্জিত হয়ে যাবে। তাই মন ভরে দান যত করবেন আল্লাহ আপনার ধনদৌলতে তত বরকত দিবেন। তাই আসুন এই মহা বিপদে যার যার অবস্থান থেকে পাশের প্রতিবেশিকে সর্বাত্মক সহযোগীতায় এগিয়ে আসি। একে অপরকে উৎসাহিত করি। নগরীর রিয়াজ উদ্দিন, তামাকুমন্ডি লেইন, টেরি বাজার, আন্দরকিল্লা, লালদিঘী, জামাল খান, চেরাগী পাহাড়, চকবাজার, আগ্রাবাদ, কোতোয়ালী, বহদ্দারহাট, বাকলিয়া মুরাদপুর, জিসি মোড় সহ বিভিন্ন এলাকায় চট্টগ্রাম কমিউনিটি পুলিশের মাধ্যমে পথচারী, সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন চিটাগাং মেট্টোপলিটন শপ অনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহহেদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি হাজী জানে আলম, হাজী জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আব্দুল মন্নান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন-১, মোহাম্মদ কামাল উদ্দিন-২, মোঃ ফরিদ, যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক, সাংগাঠনিক সম্পাদক মোঃ হারুন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানে সেনা জোনের উদ্যোগে সাংগ্রাইংপুয়ে উপলক্ষে আর্থিক অনুদান প্রদান

বান্দরবান প্রতিনিধিঃ   বান্দরবান সেনা জোনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাইংপুয়ে উপলক্ষে গরীব ও দুস্থ...

সেনাবাহিনী কর্তৃক বৈসাবি উপলক্ষ্যে উপজাতীয়দের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান

বান্দরবান প্রতিনিধিঃ অদ্য ১২ এপ্রিল ২০২৫ তারিখ বাংলা নববর্ষ ও স্টার সান্ডে সামনে রেখে প্রধান উৎসব 'বৈসাবি' উদযাপন উপলক্ষে...

দখলদারদের পণ্য বর্জন করে দেশি পণ্য ব্যবহার করুন

বিশ্বাস করুন বা নাই করুন আমাদের প্রত্যকের ঘরেই রয়েছে দখলদারদের পণ্য। কোকাকোলা, স্প্রাইট, সেভেন আপ, পেপসি বা মাউন্টেন...

ইমাম মুয়াজ্জিনদের পাশে জেলা পরিষদের সদস্য হাবীব আজম

ডেস্ক রিপোর্টঃ   ইমাম মুয়াজ্জিন এবং মসজিদের খাদেমদের ঈদ সালামি দিয়ে অতীতের চেয়ে ব্যতিক্রম ভাবে তাদের পাশে দাড়িয়েছে রাঙামাটি জেলা...